সেনেগালের সাবেক প্রেসিডেন্ট সাল-এর ভাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল-এর ভাইয়ের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ এবং ‘দুর্নীতি’র অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবী এ কথা জানিয়েছেন। 

ডাকার থেকে এএফপি এখবর জানিয়েছে।

তার একজন আইনজীবী উসমান থিয়াম সোমবার রাতে জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ডাকার থানায় স্ত্রীর সাথে আটক আলিউ সাল-কে সোমবার সন্ধ্যায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্টের ছোট ভাইয়ের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল জুডিশিয়াল পুলের (পিজেএফ) একজন বিচারক ‘অর্থ পাচার, অর্থ পাচারের অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি এবং প্রভাব বিস্তারের অভিযোগ’করেছেন। 

অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত একটি দুর্নীতি দমন সংস্থা ডাকারে জমি অধিগ্রহণ সম্পর্কিত সন্দেহভাজন আর্থিক লেনদেনে দম্পতির একটি রিয়েল এস্টেট কোম্পানির উদ্ধৃতি দিয়েছে। ২০১৯ সালে, তেল ও গ্যাস খাতে দুর্নীতির অভিযোগে নাম প্রকাশের পর রাষ্ট্র পরিচালিত একটি সঞ্চয় আমানতের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন আলিউ সাল। 

প্রমাণের অভাবে ২০২১ সালে সেনেগালের একজন বিচারক মামলাটি বন্ধ করে দেন। গুয়েদিয়াওয়ে শহরের সাবেক মেয়র আলিউ সাল, পরিবারের একমাত্র সদস্য যিনি সাম্প্রতিক সমস্যায় পড়েছেন। ম্যাকি সাল-এর শ্যালক এবং সাবেক সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী আমাদু মনসুর ফায়ে-এর বিরুদ্ধে দুর্নীতি এবং কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ব্যবহৃত তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল এবং মে মাসের শেষের দিকে তাকে আটক করা হয়েছিল। 

সেপ্টেম্বরের শেষে বিচারিক তত্ত্বাবধানে তাকে অস্থায়ী মুক্তি দেওয়া হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসে নির্বাচিত প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে এবং তার প্রধানমন্ত্রী ওসমানে সোনকো, ম্যাকি সাল-এর একজন চিরপ্রতিদ্বন্দ্বী, দুর্নীতি এবং সরকারি বিষয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার শুরু সাবেক প্রেসিডেন্ট নিজেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনের শাকবাড়িয়া থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার, গ্রেফতার এক
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সিআইডি
বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র
নেত্রকোণায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে গবাদি পশু বিতরণ
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত
১০