পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
হত্যা মামলার আসামি গ্রেপ্তার। ছবি : বাসস

পটুয়াখালী, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যায় আসামি রমেশ মাঝিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

আজ মঙ্গলবার দুপুরে মৌকরন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্ব অভিযান পরিচালিত হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়া নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আনতে পটুয়াখালী যাচ্ছি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সিআইডি
বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র
নেত্রকোণায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে গবাদি পশু বিতরণ
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত
মিরপুরে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
হামাস আলোচনায় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’র জন্য মিশরের প্রেসিডেন্টের প্রশংসা করলেন ট্রাম্প
১০