কয়রায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:০০
ছবি : বাসস

খুলনা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ গতকাল আটক করা হয়েছে। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুন্দরবনের ডাকাত ছোটন বাহিনী জেলার কয়রা থানার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় । পরে গতকাল সকাল ৯ টার কয়রা কোস্ট গার্ড স্টেশন এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট ওই এলাকায় একটি যৌথ অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের সহযোগী সাগর শেখকে (৪১) আটক করা হয়। এসময় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সাগর জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। 

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের ত্রাণ বহরে রাশিয়ার হামলা
টাঙ্গাইলে ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
মিরপুরে আগুনের ঘটনায় নিহত ১৬ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
হংকংয়ের সাথে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
কুমিল্লায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ, খুশি কৃষকরা
‘ব্যবসা, স্বাস্থ্য ও পরিবেশ মান বজায়ে রাখা আবশ্যক’
গাজা সম্মেলনে অংশ না নিয়ে সুযোগ হারানোর সমালোচনা প্রত্যাখ্যান ইরানের 
১০