সুনামগঞ্জে এনটিআরসির যোগদানকৃত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৪:৪০
জেলায় শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত ।ছবি: বাসস

সুনামগঞ্জ, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) এনটিআরসির যোগদানকৃত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ বুধবার সকাল ১০টা শুরু হওয়া দিনব্যাপী এ প্রশিক্ষণে নতুন নিয়োগকৃত ৩০৪ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। 

এ সময় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষা হলো আচরণ পরিবর্তনের মাধ্যমে। সুনাগরিক হওয়ার সিড়িঁ। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীরা যাতে শিক্ষদের কাছ থেকে সুস্থ, স্বাভাবিক, ন্যায়পরায়ণ ভিত্তিক শিক্ষা পায় সেভাবেই পাঠদান করাতে হবে। শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে মানবসম্পদ তৈরিতে বিজ্ঞান এর ভূমিকা রয়েছে। এআই, রোবটের যুগে পিছিয়ে থাকলে হবে না। বিজ্ঞানকেই জয় করতে হবে। সব সময় সৃজনশীল কাজ করবেন চিন্তাশক্তি বাড়বে। সরকার ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এনটিআরসি পদ্বতি চালু করেছে। তাই আপনারাও ভিন্ন হবেন। কর্মক্ষেত্রেই পরিচয় পাওয়া যাবে। গুণগত শিক্ষা ও সুশৃঙ্খল জাতি গঠনে শিক্ষরা ভূমিকা রাখবেন। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ। 

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উদ্যেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজর (অব:) অধ্যক্ষ পরিমল কান্তি দে। 

প্রশ্নপত্র প্রনয়ণ ও মূল্যায়ন সম্পর্কে বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো জাকির হোসেন ও সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি : ডা. জাহিদ
ভোলায় মাদকসহ দুই কারবারি আটক
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনাল্ডোর ছেলে
স্কুল-কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে নেপাল রাষ্ট্রদূতের আহ্বান
ঝিনাইদহে মাংসের দোকানকে জরিমানা
বরিশালে মুগ্ধতা ছড়াচ্ছে নয়নাভিরাম লাল শাপলার বিল 
পিরোজপুরে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ 
রাঙ্গামাটিতে বন্যপ্রাণীর আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান 
১০