কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:১১
আজ কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

কুমিল্লা, ২২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার মুরাদনগর উপজেলায় আজ ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

এ সময় উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মটরশুঁটি ও বোরো উফসী ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার আরও সাতহাজার তিনশ’জন কৃষকের মধ্যে এ প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ
আফ্রিকান বর্ষসেরার তালিকায় এগিয়ে সালাহ, হাকিমি
মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে ২৫০০ স্টারলিংক ডিভাইসের সেবা বন্ধ 
আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা কাস্টমস হাউস ২৪ ও ২৫ অক্টোবর খোলা থাকবে
জাপানে ভালুকের আক্রমণে রেকর্ড মৃত্যু
বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী
শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জিয়া ফুটবল টুর্নামেন্ট
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি
চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন
১০