ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, স্কুল কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, স্কুল-কলেজে এমনিতেই সরকারের অন্য দফতরের চেয়ে ছুটি থাকে বেশি। ছাত্র-ছাত্রীরা এজন্য পর্যাপ্ত সংখ্যক ক্লাস থেকে বঞ্চিত হয়। তাই আগামী দিনের মেধাবীর জাতির গঠনের লক্ষ্যে স্কুল-কলেজে ক্লাসের সংখ্যা বাড়াতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরকেও ক্লাস নেওয়ার বিষয় মনোযোগী হতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হলো ঢাকা। এই বিভাগে তাই শিক্ষার্থীর ও স্কুল-কলেজের সংখ্যা বেশি। শুধু স্কুল-কলেজের সংখ্যা বাড়ালে হবে না, শিক্ষার মানও বাড়াতে হবে।
তিনি বলেন, আমরা সবাই গ্রামগঞ্জের স্কুল-কলেজ থেকে পড়াশোনা করে এখানে এসেছি। আজকে যারা স্কুলে পড়াশোনা করছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীদেরকে তাই আগামী দিনের জন্য তৈরি করতে হবে। এ বিষয়ে প্রশাসনের সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
শরফ উদ্দিন বলেন, স্কুল-কলেজের পড়াশোনার বিষয়ে শুধু শিক্ষার্থীদের ছেড়ে দিলে হবে না। প্রশাসনের ইউএনও এসিল্যান্ডদেরকেও যথাযোগ্য তাদারকি করতে হবে। শিক্ষা কর্মকর্তাদেরকেও নিয়মিতভাবে স্কুল ভিজিট করতে হবে।
শরীয়তপুর জেলা পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে শিক্ষা বিষয়ক বিস্তারিত নির্দেশনা দেন।
সভায় তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিভাগীয় কমিশনার একই দিনে জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশগ্রহণ করেন।
তিনি সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসনের নেতৃত্বে চলমান অভিযানে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের আরো সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নড়িয়া উপজেলা ভূমি অফিস এবং জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসব পরিদর্শনকালে তিনি প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং জনগণকে প্রদত্ত সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর মিজ তাহসিনা বেগম, শরীয়তপুর জেলা পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।