স্বাস্থ্য সনদ না থাকায় চুয়াডাঙ্গায় দোকানিকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৪২
চুয়াডাঙ্গায় দোকানিকে জরিমানা। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাসি মিষ্টি তৈরির উপাদান সংরক্ষণ ও স্বাস্থ্য সনদ না থাকায় চুয়াডাঙ্গায় এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদা উপজেলায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, উপজেলার দশমী ও দামুড়হুদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে মিষ্টির দোকান, বেকারি, ডিজেল-মবিলের দোকান তদারকি করা হয়।

এ সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে বাসি মিষ্টি, মিষ্টি তৈরি উপাদান সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করা করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মেসার্স মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা হালনাগাদ করা, যথাযথ কর্তৃপক্ষ থেকে সনদ গ্রহণ পূর্বক ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়। পরে ফ্রিজের জব্দ করা পুরাতন মিষ্টি ও অন্যান্য উপাদান জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে রাশিয়ার হামলায় উদ্ধারকর্মী নিহত, সিনাগগ ক্ষতিগ্রস্ত
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা, দাম বেড়েছে ২৪৯ কোম্পানির
ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে সাঁকোতেই স্বস্তি সতীর তীরের বাসিন্দাদের
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
শেরপুর সীমান্তে মাদকসহ প্রাইভেটকার জব্দ
বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
চাঁদপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
খুলনায় কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি
১০