
পটুয়াখালী, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ সময় ৯ হাজার ৪৭০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বিভিন্ন ধরনের রবিশস্য ও শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৪০০ জনকে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মো. নাহিদ হাসান। বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
কৃষি কর্মকর্তা নাহিদ হাসান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন এবং বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ বলেন, রাষ্ট্রের উন্নয়নে কৃষকরা সরাসরি অবদান রাখছেন। রাষ্ট্র কাঠামোর জন্য কৃষকের অবদান অনস্বীকার্য।