
টাঙ্গাইল, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ আব্দুর রউফের ২১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের দিঘুলিয়ায় শহীদ আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
জেলার সাবেক ছাত্রদল নেতা আকিবুর রহমান ইকবালের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, শহর বিএনপির সদস্য নুরুল ইসলাম ভিপি প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।