ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বৃহস্পতিবার

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৯:০৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও লেকচার থিয়েটার ভবনের মাঝখানের রাস্তাটির (মধুর ক্যান্টিন পর্যন্ত) সংস্কারের কাজ আগামী বৃহস্পতিবার শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৬৫ ফুট দৈর্ঘ্য এবং ২৫.৫ ফুট প্রস্থের রাস্তাটিতে ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৩৫ হাজার টাকা। 

এদিকে সংস্কার কাজের জন্য আগামী ৮-২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ব্যবহারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামন থেকে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজও জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই রাস্তাটিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হবে। ৬৭৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের রাস্তাটিতেও ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০