চিত্রশিল্প পরিবেশবান্ধব ভবিষ্যৎ নাগরিক গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২৩:৩২ আপডেট: : ০৫ মে ২০২৫, ২৩:৫৮
সোমবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত এক আয়োজন ঘুরে দেখেন পরিবেশ উপদেষ্টা। ছবি: পিআইডি

ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে।

আজ উপদেষ্টা রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, "ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে।

পরিবেশ উপদেষ্টা বলেন,বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে। শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়-সবার প্রতি এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।

এসময় পরিবেশ উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্ব দেবেন, তাকেই স্বাগত জানাব: মঈন খান
ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৩ ডাকাত সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙ্গুনিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার
চট্টগ্রামে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : কারা কর্তৃপক্ষ
রাঙামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
কোটালীপাড়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
১০