আইন জানা থাকলে কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব পালন সহজ হবে : তথ্য সচিব 

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:১৭
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ফাইল ছবি

রাজশাহী, ৮ মে, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীদের প্রধান কাজ দেশের আইন অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন করা। আইনগত বিষয়গুলো জানা থাকলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব পালনও সহজ হবে।

তিনি বলেন, আমরা যদি মামলায় হেরে যাই তবে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে হলে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইনগত বিষয় সম্পর্কে জানা থাকলে আমাদের দায়িত্ব পালনও সহজ হবে। 

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, যে কোনো বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। উচ্চ আদালতের অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। ব্যক্তিগত মামলার পাশাপাশি আমাদের বিভাগীয় মামলার সম্মুখীন হতে হয়। বিভাগীয় মামলার ক্ষেত্রে আইনকানুন ও মামলা পরিচালনার পদ্ধতি না জানার ফলে অনেক সময় আদালত অবমাননা থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষতি হয়ে যায়। এ ধরনের কর্মশালার মাধ্যমে আমরা আমাদের দপ্তরের আইনকানুন সম্পর্কে জানবো এবং আমাদের মামলা-মোকদ্দমাগুলো মোকাবেলা করবো।

তিনি বলেন, একটা মামলা হয়ে যাওয়ার পরে যেভাবে প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ আমি কীভাবে সময় নেবো, কীভাবে আইন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে জানতে হবে। 

এসময় তিনি আইনের মধ্যে থেকে অপ-তথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ন্যায়পরায়ণতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মাসুদ পারভেজ কর্মশালায় সঞ্চালনাসহ প্রতিপাদ্য বিষয়ে সেশন পরিচালনা করেন। 

অনলাইনে আরও যুক্ত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। রাজশাহী  পিআইডি, এ বিভাগের জেলা তথ্য অফিসসমূহ এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০