ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:২৩
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইশতিয়াক।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। তখন এস এম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করেন। পরে নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিনজনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুল হক ঈশানকে নিয়োগের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

আজকের রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, 'নিয়োগ বোর্ড কোনো ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করলে কোনো কারণ ছাড়া সেই ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট বোর্ড কোনো কারণ ছাড়াই ফাইজুলের নিয়োগ আটকে দেয়। সিন্ডিকেট বোর্ড আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে শিক্ষকতা থেকে বঞ্চিত করেছে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত আজ রায় দিয়ে ফাইজুল হক ঈশানকে নিয়োগের নির্দেশ দিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০