ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:২৩
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইশতিয়াক।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। তখন এস এম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করেন। পরে নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিনজনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুল হক ঈশানকে নিয়োগের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

আজকের রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, 'নিয়োগ বোর্ড কোনো ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করলে কোনো কারণ ছাড়া সেই ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট বোর্ড কোনো কারণ ছাড়াই ফাইজুলের নিয়োগ আটকে দেয়। সিন্ডিকেট বোর্ড আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে শিক্ষকতা থেকে বঞ্চিত করেছে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত আজ রায় দিয়ে ফাইজুল হক ঈশানকে নিয়োগের নির্দেশ দিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০