ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ২১:২৩
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইশতিয়াক।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। তখন এস এম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করেন। পরে নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিনজনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুল হক ঈশানকে নিয়োগের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

আজকের রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, 'নিয়োগ বোর্ড কোনো ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করলে কোনো কারণ ছাড়া সেই ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট বোর্ড কোনো কারণ ছাড়াই ফাইজুলের নিয়োগ আটকে দেয়। সিন্ডিকেট বোর্ড আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে শিক্ষকতা থেকে বঞ্চিত করেছে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত আজ রায় দিয়ে ফাইজুল হক ঈশানকে নিয়োগের নির্দেশ দিয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিনিয়াপোলিসের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭
মিৎসুবিশির সরে দাঁড়ানোর পরও বায়ুশক্তির ওপর আস্থাশীল জাপান
দুদক-এর পৃথক চার মামলায় গ্রেফতার সালমান এফ রহমান
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানি ৪ নভেম্বর
চুয়াডাঙ্গায় ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
হবিগঞ্জে ভূমিসেবা ও সংশোধন বিষয়ক কর্মশালা
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বাংলাদেশ থেকে  ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত
ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
১০