পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য থাকবে: সমাজকল্যাণ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:৫৯
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সেজন্য সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউসে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরূপা দেওয়ানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেজন্য পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার
গুমের সাথে জড়িতের শাস্তি নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে : মির্জা ফখরুল
১০