বাণিজ্য উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০০:০০
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে টেকসই করার জন্য উভয় দেশকে বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আলজেরিয়ার বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ উল্লেখ করে বশির বাংলাদেশ থেকে আরও বেশি ঐতিহ্যবাহী পাটজাত পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। জবাবে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের উপর জোর দেন।

আলজেরিয়ায় পাটজাত পণ্যের চাহিদা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশ থেকে আরও বেশি পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি আলজেরিয়ায় আসন্ন এক্সপোতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পাট এবং পাটজাত পণ্য প্রদর্শনের পরামর্শও দেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব এম আবদুর রহিম খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বিএম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০