কোরবানির বর্জ্য অপসারণে বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করা হবে

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:১০ আপডেট: : ২৭ মে ২০২৫, ১৭:২৩

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস): কোরবানির প্রাণীর বর্জ্য অপসারণে, বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা। এছাড়া স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কুরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকার জন্য চার লাখ প্রচারপত্র ছাপানো হবে। নির্দিষ্ট স্থানে প্রাণী কুরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুৎবায় প্রচার করা হবে। পরিবেশ দূষণ রোধকল্পে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
১০