মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণ করা হবে

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৩০
প্রতীকী ছবি

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস): সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত ‘ক্যাবল কার’ নির্মাণের জন্য একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

সচিবালয়ে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সভায় প্রস্তাবটি উত্থাপন করে।

সভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ৬৮ (১) ধারার আওতায় এবং একই আইনের  ৩২ ধারা অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অথবা অন্য কোন পদ্ধতি অনুসরণ করে টিসিবি কর্তৃক পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়ের সময়সীমা আরও দুই বছর ২০২৭ সালের  ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।  সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি  নীতিগতভাবে অনুমোদন করা হয়।

অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় টিসিবির আওতায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর ধারা - ৮৩ (১) (ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি এবং বিধি-৬১(৫) অনুযায়ী অভ্যন্তরীণ ওটিএম পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট বিধির তফশিলে উল্লিখিত সময়সীমা (পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার সময়) বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
নির্বাচন কমিশন সার্ভিস গঠনের দাবি উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের
১০