উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৭ মে ২০২৫, ১৭:৪৪
বুধবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে ‘ইনোভেশন শোকেসিং, ২০২৫’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা । ছবি : বাসস

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে, দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে। 

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে। 

তিনি সকল দপ্তর সংস্থাকে আগামীতে আরও বেশি সংখ্যক উদ্ভাবনী ধারণা  প্রদানের আহ্বান জানান।

আজ সকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, উদ্ভাবন যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, তা তত বেশি সফল হবে। উদ্ভাবনের  সুফল পেতে হলে, তা গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। 

তিনি উদ্ভাবন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন। 

তিনি বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। 

তিনি আরো বলেন, প্রতিদিন নিজেদের মধ্যে নতুন নতুন উদ্ভাবনী ধারণা  নিয়ে চিন্তা করতে হবে, তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মো. ইমাম উদ্দীন কবীর। 

স্বাগত বক্তব্যে তিনি বলেন, দপ্তর সংস্থাগুলো নিয়মিতভাবে উদ্ভাবন নিয়ে কাজ করলে, সরকারি সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর। 
এ সময় দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থা মোট ৩০টি ইনভেশন নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। 
এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১১টি, মৎস্য অধিদপ্তরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৩টি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২টি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২টি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ১টি ও মেরিন ফিশারি একাডেমির ১টি ইনোভেশন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিরাজগঞ্জে ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশু টিকাদানের আওতায়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
১০