জুলাই হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৪ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫০
জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি : বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই বিপ্লব চলাকালে সংগঠিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

এদের মধ্যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জন এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হচ্ছে না। 

‘নাগরিকত্ব যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা যাচ্ছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘মূলত নাগরিকত্ব পরিচয় যাচাই করার জন্যই পুলিশ ভেরিফিকেশন বহাল রাখতে হচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেক রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে কেউ পাসপোর্টের আবেদন করেছেন কি না- সেটা যাচাই করার প্রয়োজন রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
১০