জুলাই হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:১৪ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫০
জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি : বাসস

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই বিপ্লব চলাকালে সংগঠিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

এদের মধ্যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জন এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হচ্ছে না। 

‘নাগরিকত্ব যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা যাচ্ছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘মূলত নাগরিকত্ব পরিচয় যাচাই করার জন্যই পুলিশ ভেরিফিকেশন বহাল রাখতে হচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেক রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে কেউ পাসপোর্টের আবেদন করেছেন কি না- সেটা যাচাই করার প্রয়োজন রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় বেগম খালেদা জিয়ার শোক : নেতাকর্মীদের হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান
আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি : প্রধান উপদেষ্টা
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য উপদেষ্টার
ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার
২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের শোক
বিমান দুর্ঘটনায় আহতদের পরিবহনের সুবিধার্থে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা
সরকারি অর্থ অপচয় ও সেবায় অনিয়মের অভিযোগে দুটি ট্রেনে দুদকের অভিযান
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে উপদেষ্টাদের শোক
১০