৭ কলেজের সমস্যা সমাধানে কাজ করছে সরকার : নাহিদ

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার সাত কলেজের সমস্যা সমাধান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই সাত কলেজ সমস্যার সমাধানে সচেষ্ট আছে। প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি আমরা ইতিবাচক সমাধান করতে পারবো।’

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমে এসেছিল তখন মানুষ সমর্থন দিয়েছিল। তাই যেকোনো আন্দোলনে মানুষের সমর্থন পাওয়াটা গুরুত্বপূর্ণ। বিষয়টি শিক্ষার্থীদের খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘শুরু থেকেই আমরা প্রতিটি দাবি ইতিবাচকভাবে দেখেছি। যতটুকু সম্ভব এবং যৌক্তিক সময়ের মধ্যে তা পূরণ করার চেষ্টা করেছি। বিগত সময়ের ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যা তৈরি হয়েছে। এবং জনজীবনে তার প্রভাব পড়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য বলবো। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মূহুর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তাই জন ভোগান্তি যাতে না হয় আমরা সে বিষয়টি মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

সরস্বতী পূজা উপলক্ষ্যে আজ সকালে উপদেষ্টা আসিফ  মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতি পূজা পরিদর্শন করেন।

উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপদেষ্টাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর জগন্নাথ হলে ৭২টি বিভাগের শিক্ষার্থীরা ৭২টি পূজা মন্ডপ করেছেন। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি সরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে। সেগুলো হলো- রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০