মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক : উপদেষ্টা আসিফ

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬ আপডেট: : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতাদর্শ নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন’ 

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আসিফ বলেন, ‘৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে নেমেছে। পরে বিভিন্ন এমপিদের সাথে তাদের ছবি পাওয়া গেছে। এ ধরনের উস্কে দেওয়ার পরিস্থিতি ৫ আগস্টের পর থেকেই ঘটছে।’

ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ আরো বলেন, ‘আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আশাকরি এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না।’

সরস্বতী পূজা উপলক্ষে আজ সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতি পূজা পরিদর্শন করেন। এসময় উপদেষ্টারা পূজা আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় উপদেষ্টাদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা। 

জগন্নাথ হল প্রশাসনের মতে, এ বছর জগন্নাথ হলে ৭২ টি বিভাগের শিক্ষার্থীরা ৭২ টি পূজা মন্ডপ করেছেন। এছাড়া প্রতিবছরের ন্যায় এবার ও চারুকলা অনুষদ প্রাঙ্গণে কর্ক শিট, বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে বিশাল আকৃতির একটি স্বরস্বতী প্রতিমা স্থাপন করা হয়েছে। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি মেয়েদের হলে পূজার আয়োজন করা হয়েছে: রোকেয়া হল, শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০