সংস্কার কমিশন সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ গঠনের প্রস্তাব করেছে: শফিকুল

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবি : পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রস্তাব করেছে।

প্রেস সচিব আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘যদিও পূর্ববর্তী সরকারগুলো বিচার বিভাগকে স্বাধীন বলে দাবি করেছিল, কিন্তু এটি মোটেও স্বাধীন ছিল না। সেই কারণে সংস্কার কমিশন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রস্তাব করেছে।’

এরআগে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নিজ নিজ কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে শফিকুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনটি ৫২ পৃষ্টার একটি বিশাল প্রতিবেদন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিবেদনের সুপারিশগুলো সম্পূর্ণরুপে বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে। 

তিনি বলেন, কমিশন বিসিএসের মতো পদ্ধতি অনুসরণ করে জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ী আইনজীবী পরিষেবা চালু করার প্রস্তাবও করেছে।

প্রেস সচিব বলেন, কমিটি একটি পৃথক তদন্ত সংস্থা প্রতিষ্ঠারও সুপারিশ করেছে। সাধারণত দেশে সংঘটিত অপরাধের তদন্ত করতে প্রায়শই রাজনৈতিক সরকার তদন্তের সময় পুলিশ ব্যবহার করে।

তিনি আরো বলেন, পুলিশের তদন্ত কখনো কখনো ত্রুটিপূর্ণ হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রেই তা কারসাজি করা হতে পারে। তাই কমিশন একটি পৃথক তদন্ত সংস্থা প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে।

শফিকুল বলেন, কমিশন বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা এবং গ্রাম পর্যায়ে আইনি পরিষেবা সম্প্রসারণের প্রস্তাব করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমির শফিকুর রহমানের শাশুড়ি ইন্তেকাল করেছেন
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
১০