সংস্কার কমিশন সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ গঠনের প্রস্তাব করেছে: শফিকুল

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
বুধবার সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবি : পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রস্তাব করেছে।

প্রেস সচিব আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘যদিও পূর্ববর্তী সরকারগুলো বিচার বিভাগকে স্বাধীন বলে দাবি করেছিল, কিন্তু এটি মোটেও স্বাধীন ছিল না। সেই কারণে সংস্কার কমিশন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রস্তাব করেছে।’

এরআগে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নিজ নিজ কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে শফিকুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনটি ৫২ পৃষ্টার একটি বিশাল প্রতিবেদন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিবেদনের সুপারিশগুলো সম্পূর্ণরুপে বাস্তবায়নের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে। 

তিনি বলেন, কমিশন বিসিএসের মতো পদ্ধতি অনুসরণ করে জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ী আইনজীবী পরিষেবা চালু করার প্রস্তাবও করেছে।

প্রেস সচিব বলেন, কমিটি একটি পৃথক তদন্ত সংস্থা প্রতিষ্ঠারও সুপারিশ করেছে। সাধারণত দেশে সংঘটিত অপরাধের তদন্ত করতে প্রায়শই রাজনৈতিক সরকার তদন্তের সময় পুলিশ ব্যবহার করে।

তিনি আরো বলেন, পুলিশের তদন্ত কখনো কখনো ত্রুটিপূর্ণ হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রেই তা কারসাজি করা হতে পারে। তাই কমিশন একটি পৃথক তদন্ত সংস্থা প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে।

শফিকুল বলেন, কমিশন বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা এবং গ্রাম পর্যায়ে আইনি পরিষেবা সম্প্রসারণের প্রস্তাব করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০