তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০০:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস চুরি প্রতিরোধে মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজকের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অপসারণ করা হয়েছে শত শত ফুট অবৈধ পাইপলাইন, আদায় করা হয়েছে জরিমানা এবং সাশ্রয় হয়েছে লক্ষাধিক টাকার গ্যাস।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি এলাকায় অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং ৬১৫ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩টি মামলা দায়ের করা হয়।

এই অভিযানের ফলে মাসিক গড়ে ২ লাখ ৮২ হাজার ২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযানে আবাসিক শ্রেণির ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়। এতে মোট ১ হাজার ৪৭০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে মাসিক প্রায় ৭৫ হাজার ৬০০ টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। গ্যাস অপচয় রোধ এবং বৈধ ব্যবহার নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এই অভিযান শুধু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের গ্যাস সম্পদ সংরক্ষণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০