আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী: দূত

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭
বাংলাদেশে নিযুক্ত আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ছবি: Chief Adviser GOB Facebook page

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংস্কার এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড। আজ এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত।

নয়াদিল্লি ভিত্তিক রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আপনার জন্য আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

তিনি জানান, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং বড় বড় আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী।

৩০ মিনিটের এ বৈঠকে তারা এ অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি গুড ফ্রাইডে চুক্তির কথা উল্লেখ করেন, যা উত্তর আয়ারল্যান্ডে শতাব্দীকালব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছে। 

আইরিশ দূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০