সৈয়দপুর বিমানবন্দরকে উন্নীতকরণের বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা 

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯
সৈয়দপুর বিমানবন্দর। ছবি : বাসস

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীতকরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দপুর বিমানবন্দর নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন জেলার হাওড় অঞ্চল ও নদী এলাকায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও হাওড় এলাকায় পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে ‘হিউম্যান ওয়েস্ট ডাম্পিং স্টেশন’ স্থাপন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু ও সংলগ্ন এলাকায় প্যাকেজিং হাউস/শিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

গাজীপুর জেলায় পর্যটন শিল্প বিকাশের অংশ হিসেবে হোটেল/রিসোর্ট নির্মাণের অনুমোদন প্রদানের ক্ষেত্রে বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব প্রদানের বিষয়ে আলোচনা হয়।

কক্সবাজার ও বগুড়া জেলার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও সম্মেলনে পর্যটন শিল্প বিকাশে উদ্যোগী জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত  
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
১০