সৈয়দপুর বিমানবন্দরকে উন্নীতকরণের বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা 

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯
সৈয়দপুর বিমানবন্দর। ছবি : বাসস

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীতকরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দপুর বিমানবন্দর নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন জেলার হাওড় অঞ্চল ও নদী এলাকায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও হাওড় এলাকায় পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে ‘হিউম্যান ওয়েস্ট ডাম্পিং স্টেশন’ স্থাপন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু ও সংলগ্ন এলাকায় প্যাকেজিং হাউস/শিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

গাজীপুর জেলায় পর্যটন শিল্প বিকাশের অংশ হিসেবে হোটেল/রিসোর্ট নির্মাণের অনুমোদন প্রদানের ক্ষেত্রে বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব প্রদানের বিষয়ে আলোচনা হয়।

কক্সবাজার ও বগুড়া জেলার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও সম্মেলনে পর্যটন শিল্প বিকাশে উদ্যোগী জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নির্বাচন অপরিহার্য: আমির খসরু
সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বেড়েছে, পরিপত্র জারি
সচিবালয়কে দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু হলো : পরিবেশ উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু : দুদু
কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
১০