সৈয়দপুর বিমানবন্দরকে উন্নীতকরণের বিষয়ে ডিসি সম্মেলনে আলোচনা 

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯
সৈয়দপুর বিমানবন্দর। ছবি : বাসস

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে উন্নীতকরণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে দ্রুত কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে সৈয়দপুর বিমানবন্দর নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন জেলার হাওড় অঞ্চল ও নদী এলাকায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও হাওড় এলাকায় পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে ‘হিউম্যান ওয়েস্ট ডাম্পিং স্টেশন’ স্থাপন ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু ও সংলগ্ন এলাকায় প্যাকেজিং হাউস/শিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

গাজীপুর জেলায় পর্যটন শিল্প বিকাশের অংশ হিসেবে হোটেল/রিসোর্ট নির্মাণের অনুমোদন প্রদানের ক্ষেত্রে বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব প্রদানের বিষয়ে আলোচনা হয়।

কক্সবাজার ও বগুড়া জেলার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও সম্মেলনে পর্যটন শিল্প বিকাশে উদ্যোগী জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০