সামাজিক বৈষম্য কমাতে প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫
রোববার চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : বাসস

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) :  প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ হয়েছে। এখানে কোনো বৈষম্য থাকবে না। সামাজিক বৈষম্য কমাতে চাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রাথমিকের শিশুদের শিক্ষিত করে তোলা।

তিনি বলেন, এখানে সবচেয়ে বেশি শোনা গেছে বৈষম্যহীনতার কথা। প্রাথমিক স্কুলের শিক্ষাব্যবস্থা খুব একটা ভালো না। বিত্তশালীদের সন্তানরা ভালো স্কুলে চলে যান। প্রাথমিকে শুধু মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা যায়। আমাদের মূল টার্গেট হলো-শিশুদের সাক্ষর করে তোলা। যেন তারা নিজের ভাষাটা লিখতে পারে, নিজের ভাষায় পড়তে পারে ও মনের ভাব প্রকাশ করতে পারে। এতে করে সমাজের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা সক্ষম হয়ে উঠবে এবং সামাজিক বৈষম্য কমবে।

আজ রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে ‘মানসম্মত  প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন এবং  প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি গণিত ও বিজ্ঞান, এই দুটি বিষয়ে শিশুদের তৈরি করতে হবে। একটি হলো লিটারেসি, আরেকটি হলো নিউমারেসি বা গাণিতিক ভাষা। শিশুরা যেন পড়তে পারে, শিখতে পারে আর গাণিতিক বিষয়টি জানতে পারে, সংখ্যা কি? অংক কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুর পরিপূর্ণ বিকাশে খেলা, সঙ্গীত, চিত্রকলা চর্চা ইতিবাচক ভূমিকা রাখে। শিশুদের মধ্যে অন্যের প্রতি দায় ও দায়িত্ববোধ তৈরি করতে পারলে তাদের পরিপূর্ণ বিকাশ সাধন হবে।

পরে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়  পরিদর্শন করেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারী বুন্দেসলিগায় মিউনিখে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
চুয়াডাঙ্গায় ২ বেকারিকে জরিমানা
বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের অধিনায়ক চূড়ান্ত
চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত উপদেষ্টার
জরুরি পশুস্বাস্থ্য সেবায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে 'মোবাইল ভেট ক্লিনিক'
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে ডিএমপির ৫,৭১৯ মামলা
ইউএস ওপেনের শিরোপার পথে সাবালেঙ্কার পরিসংখ্যান
১০