সাবেক এমপি নদভী ফের ৩ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯
সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ছবি
চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ তিন আসামিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও চার আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার নয় নম্বর আসামি নদভী। ওই মামলায় তাকেসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত নদভী, শামসুল আলম ভূঁইয়া ও সেলিম রহমান নামে তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে একই মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তারা হলেন, মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকায় গ্রেপ্তার হন তিনি। গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় দু’দিন করে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত ৯ ফেব্রুয়ারি নগরীর পাঁচলাইশ থানার ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৭ ফেব্রুয়ারি সদরঘাট থানার বিস্ফোরক আইনের একটি মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক
পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোক
এলডিসি থেকে উত্তরণের আগে বাণিজ্য আলোচনায় সক্ষমতা বাড়ানোর আহ্বান
ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ফেনীতে পরিবেশগত মৌলিক সমস্যা ও উত্তরণে অংশীজন সভা
সরকারের নীতি প্রনয়ণে পথ দেখাবে তরুণরা : ফয়েজ তৈয়্যব
১০