শপথ নিলেন পিএসসির সাত সদস্য

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৫৬ আপডেট: : ০২ মার্চ ২০২৫, ১৪:২৩
সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের সাত সদস্য শপথ গ্রহণ করেছেন। ছবি : বাসস

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য শপথ গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পিএসসি'র নতুন সদস্যদের আজ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করা সাত সদস্য হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, সদ্য নিয়োগ পাওয়া পিএসসি'র সদস্যদের পরিবারের সদস্য এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

আজ শপথ গ্রহণ করা পিএসসি'র সাত সদস্যকে গত ১৯ ফেব্রুয়ারি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সে প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাঁদের এ নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে, সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০