স্ত্রীসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৬:৩১
মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ফাইল ছবি

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস): জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদি হয়ে আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে সংশ্লিষ্ট ধারায় উষা রাণী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদি হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে অপর একটি মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নাটোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও অর্থ বিতরণ 
রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বিবেচনা করছে ইইউ মন্ত্রীরা
প্রতিরক্ষা আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত কেলগ কিয়েভে পৌঁছেছেন
ইনজেকশন দিয়ে রোগীদের হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা মরিচ ও সবজি ক্ষেত, বেড়েছে দাম 
বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
জুলাই গণঅভ্যুত্থানে চানখাঁরপুল হত্যাকাণ্ডে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
১০