স্ত্রীসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৬:৩১
মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ফাইল ছবি

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস): জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদি হয়ে আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে সংশ্লিষ্ট ধারায় উষা রাণী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদি হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে অপর একটি মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
১০