সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপি নেতারা 

বাসস
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৮:১১
নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতারা আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: এনসিপি ফেসবুক পেজ

সাভার, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, ‘প্রথম কর্মসূচি হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এনসিপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ৪৭’র আজাদীর লড়াই থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতার সংগ্রাম এবং ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা ২০২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ দেখতে চাই না।’

তিনি বলেন, ‘পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে জনগণের কল্যাণ সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। আমরা বলছি, ২০২৪ সালে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়, পুরনো শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’ 

পরে তারা ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০