প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘বীর’

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২০:৪১

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : প্রবাসী বাংলাদেশীদের জন্য এক বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘বীর’ চালু করেছে বাংলাদেশ ফাইন্যান্স।   

আজ বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। 

প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। কনভেনশনাল ও শরিয়াহ ভিত্তিক উভয় পদ্ধতিতেই গ্রাহকরা সেবা নিতে পারবেন। 

এছাড়া গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য হোম লোন, এসএমই লোন, নারী উদ্যোক্তা ঋণ এবং কৃষি ঋণ পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ বলেন, প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘বীর’ হলো তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে।

তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবার নিশ্চয়তা দিতে প্রবাসীদের বিনিয়োগকে আরও সুবিধাজনক, সুরক্ষিত ও লাভজনক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্স এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিবেন খলিলুর রহমান
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
১০