হামাসকে ট্রাম্পের ‘সর্বশেষ হুঁশিয়ারি’

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:২১

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এটা হামাস ও ফিলিস্তিনিদের জন্য ‘সর্বশেষ হুঁশিয়ারি’। এরপরও যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তাদেরকে হত্যা করা হবে।

অবরুদ্ধ গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনার মধ্যে এই হুমকি দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘এটা আপনাদের জন্য সর্বশেষ সতর্কবার্তা! হামাস নেতাদের এখনই গাজা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখনও সুযোগ আছে।’

গাজাবাসীর উদ্দেশে বলেছেন, ‘আর গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা জিম্মিদের আটকে রাখো তাহলে ভাল হবে না। যদি তোমরা সেটা করো, তাহলে তোমরা সব মারা যাবে! বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নাও।’ 

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয় গত শনিবার ১ ফেব্রুয়ারি। এরপর গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেয় ইসরাইল। এরমধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

অ্যাক্সিওসের প্রতিবেদন নিশ্চিত করেন হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, আমি এখানে সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করব না, আমেরিকানদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’ 

এরপরই ট্রাম্পের পক্ষ থেকে হামাসকে হুঁশিয়ারি দেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিবেন খলিলুর রহমান
শেরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মদ জব্দ, আটক ১
পুলিশ সদর দপ্তরের বক্তব্যের এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
যারা নাশকতা করবে তাদের এ দেশের রাজনীতিতে কোনো ঠাঁই হবে না: আযম
মৎস্য খাতে নতুন সম্ভাবনা: আর্টিমিয়া-লবণের সমন্বিত চাষে চবির সাফল্য
শৈলকূপা’র সেই প্রতিবন্ধী নাজনীনের পাশে তারেক রহমান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
১০