ঈদে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে : র‌্যাব মহাপরিচালক

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৬:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে মানুষ যেন নিরাপদে ভ্রমণ ও বিনোদন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় দেশের নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করেন। এ ছাড়াও মাটির টানে মানুষ গ্রামে ছুটে যায়। সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রোববার জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদের জামাতের নিরাপত্তা ও দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকাসহ দেশের বড় বড় শহরে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য র‌্যাব সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান তিনি।

একেএম শহিদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যায়।

তাই আমরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি।

তিনি বলেন, আপনারা দেখেছেন এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ এসেছে।

ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরের দিন তিন ধাপে আমাদের আরও বেশি সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হয়। সে লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০