ঈদে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে : র‌্যাব মহাপরিচালক

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৬:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে মানুষ যেন নিরাপদে ভ্রমণ ও বিনোদন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় দেশের নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করেন। এ ছাড়াও মাটির টানে মানুষ গ্রামে ছুটে যায়। সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রোববার জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদের জামাতের নিরাপত্তা ও দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকাসহ দেশের বড় বড় শহরে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য র‌্যাব সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান তিনি।

একেএম শহিদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যায়।

তাই আমরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি।

তিনি বলেন, আপনারা দেখেছেন এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ এসেছে।

ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরের দিন তিন ধাপে আমাদের আরও বেশি সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হয়। সে লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা বিশ্বব্যাংকের
২০২৩ সালের সেনা অভ্যুত্থানের পর গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচনে জান্তা প্রধান জয়ের পথে
বদলাচ্ছে মেয়েশিশুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি
বাবা হওয়ার মাত্র ২২ দিনের মাথায় শহীদ হন শান্ত
একমাত্র মেয়েকে নিয়ে যেন অথৈ সাগরে শহীদ জাহিদের স্ত্রী
বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় জীবন দেন শহীদ মিলন
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপোতে’ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংস্কার যাত্রা শুরু না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থান সফল হবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০