বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:০৪
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেন। ছবি: বাসস

রংপুর, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ রোববার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১ নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেছেন।

প্রধান বিচারপতি বেরোবি ক্যাম্পাসে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন।

এছাড়া এ সময় তিনি (প্রধান বিচারপতি) শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের কাছ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিকথা শোনেন এবং  জুলাই বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করেন।

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা সারাবিশ্ব বিবেককে নাড়া দেয়। আবু সাঈদের এই আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়।

প্রধান বিচারপতি রংপুরে আবু সাঈদের বীরত্বগাঁথা শহীদের কথা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিচারকদের সাথে মতবিনিময় এবং ইউএনডিপি আয়োজিত সেমিনারসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৫ দিনের সফরে গত শনিবার থেকে রংপুরে অবস্থান করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
পটুয়াখালীতে অবৈধ জাল ও মাছ জব্দ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জনপ্রশাসনের সিনিয়র সচিব হলেন এহছানুল হক
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সাইকেল র‌্যালি
বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি শুরু
নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু
সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা
মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত, ২ জন আহত 
জাতিসংঘের মহাসচিব গুতেরেস মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন 
১০