বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:০৪
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেন। ছবি: বাসস

রংপুর, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ রোববার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১ নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেছেন।

প্রধান বিচারপতি বেরোবি ক্যাম্পাসে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন।

এছাড়া এ সময় তিনি (প্রধান বিচারপতি) শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের কাছ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিকথা শোনেন এবং  জুলাই বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করেন।

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা সারাবিশ্ব বিবেককে নাড়া দেয়। আবু সাঈদের এই আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়।

প্রধান বিচারপতি রংপুরে আবু সাঈদের বীরত্বগাঁথা শহীদের কথা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিচারকদের সাথে মতবিনিময় এবং ইউএনডিপি আয়োজিত সেমিনারসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৫ দিনের সফরে গত শনিবার থেকে রংপুরে অবস্থান করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
১০