সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:৩৮
আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন আজ রোববার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন, যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

চেয়ারম্যান বলেন, প্রাথমিক তদন্তে ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রায় ৩৯ কোটি টাকা অর্জন করেছেন। এছাড়া তার নয়টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। 

তিনি আরও বলেন, আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে, কারণ তাদের বিরুদ্ধে তদন্তে ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার অবৈধ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

এই লেনদেনগুলো তাদের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানান দুদক চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
ঢাকা মহানগর উত্তর বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নেতা-কর্মীদের বরণ
নাটোরে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইজনকে জরিমানা
এক মাসে ১ লক্ষ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ ডিএনসিসি’র
লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট
১০