সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:৩৮
আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন আজ রোববার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন, যা তাদের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

চেয়ারম্যান বলেন, প্রাথমিক তদন্তে ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রায় ৩৯ কোটি টাকা অর্জন করেছেন। এছাড়া তার নয়টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। 

তিনি আরও বলেন, আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী নূরুন ফাতেমা হাছানের বিরুদ্ধে, কারণ তাদের বিরুদ্ধে তদন্তে ৫৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৮৩ কোটি টাকার অবৈধ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

এই লেনদেনগুলো তাদের আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানান দুদক চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০