বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমার ভূমিকম্পে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২১:৪৩
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিয়ানমার ভূমিকম্পে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে। ছবি: আইএসপিআর

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): মিয়ানমারে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রম টানা দ্বিতীয় সপ্তাহেও অব্যাহত আছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এতে আরও জানানো হয়, দুর্গতদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের উদ্যোগে পাঠানো এই বিশেষ দল উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিবেদিতভাবে অংশগ্রহণ করছে।

গতকাল মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করেন। 

এরই ধারাবাহিকতায় গতকাল এবং আজ মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজ নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে। 

আজ মোট ৫০ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান এবং তিনটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। 

অদ্যাবধি ভূমিকম্পে আহত রোগীদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আগামীকালও চলমান থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের প্রেক্ষিতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন
ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কের আরেকটি গ্রামের মালিকানা দাবি রাশিয়ার
কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত ১৭ বছর স্বাধীন সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল : সিকৃবি উপাচার্য
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
১০