ইসরাইলি মন্ত্রীর সাথে আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোরারোপ আমিরাতের

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:২৮ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:১৬

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলে এক বিরল সফরকালে রোববার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গিদিওন সার-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গাজা সংঘাতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। 

দুবাই থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল ২০২০ সালে সম্পর্ক স্থাপন করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খুব কমই দ্বিপক্ষীয় যোগাযোগ হতে দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সার ‘গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকট’ ও যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে আবুধাবিতে ওই বৈঠকে, ‘শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দিয়েছেন।’

‘তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ব্যাপক শান্তি অর্জনের লক্ষ্যে পুনরায় আলোচনা শুরু করার জন্য একটি গুরুতর রাজনৈতিক দিগন্তকে এগিয়ে নেওয়ার জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।’

গত মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় সামরিক অভিযান জোরদার করা ইসরাইল, আলোচনার তাৎক্ষণিক বিবরণ দেয়নি। তবে সার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, এটি শেখ আবদুল্লাহর সাথে এটি তার দ্বিতীয় বৈঠক।

সার বলেন, ‘আমরা আঞ্চলিক বিষয়গুলোর সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি আমাদের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিয়েছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, তবে সহযোগিতা ও স্থিতিশীলতার উন্নত ভবিষ্যতের জন্য অংশীদার রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০