ঢাকা, ১৭ মে, ২০২৫(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বলেছেন, ‘চোখের অস্ত্রোপচারের পর বাবা ডাক্তারের পরামর্শে আছেন, সুস্থ আছেন। তবে পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগবে।’
আজ শনিবার দুপুরে ব্যাংককে চোখের চিকিৎসারত মির্জা ফখরুলের বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজ নিতে তার মুঠোফোনে ফোন দিলে মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা ফোন রিসিভ করে বার্তা সংস্থা বাসস’কে এসব তথ্য দেন।
ড. শামারুহ মির্জা বলেন, ‘বাবার চোখের একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে। তবে আল্লাহ- তায়ালার রহমতে এখন অনেকটা ভালো আছেন। পূর্ণ বিশ্রামে আছেন। চোখে পরিষ্কার ভাবে দেখতে কোনো সমস্যা হচ্ছে না। সার্বক্ষণিক চিকিৎসকের ফলোআপে আছেন।’
মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তার বড় মেয়ে বলেন, ‘আসলে চোখের প্রেসার কাটিয়ে বাবার পুরোপুরি সেরে উঠতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। যার ফলে কবে নাগাদ দেশে ফিরবেন এখনই বলতে পারছি না। চিকিৎসকরা যখনই রিকস ফ্রি (ঝুঁকিমুক্ত) মনে করবেন, তখনই আমরা দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমি এবং মা (রাহাত আরা বেগম) সার্বক্ষণিক বাবার পাশে আছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।’
গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হসপিটালের চিকিৎসকরা মির্জা ফখরুলকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার ডান চোখ খোলা আছে এবং বাম চোখে অস্ত্রপাচারের কারণে কালো চশমা পড়ে থাকতে হচ্ছে।
অধ্যাপক জাহিদ জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে বিএনপি মহাসচিবের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।