সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৮ জুলাই

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৩৯ আপডেট: : ২১ মে ২০২৫, ১৮:০১
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

এ নিয়ে ১১৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা  প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য  করেন।

এদিকে মামলার গ্রেফতারকৃত আসামি তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের  উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বাসস’কে বিষয়টি  নিশ্চিত করেছেন।

বিগত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। 

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।াএকই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আরজি জানায়। গত ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০