৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাল: নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:৩১

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীন অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৫ তারিখ থেকে ৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট ২০২৫ তারিখ থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট (এসসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্ট ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বের ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (www.bpsc. teletalk.com.bd)   প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ জেন গুডঅল মারা গেছেন
বিজয়া দশমীতে ছাত্রদল নেতার ভিন্নধর্মী কর্মসূচি
বাংলাদেশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান : রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার 
কুমিল্লায় বিজয়া দশমীতে বাজছে বিসর্জনের সুর
ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ দুইজন নিহত
নওগাঁয় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
দেবিদ্বারের বরকামতা দুর্গাবাড়ি : ১৩ শতকের ঐতিহ্যের আলোকবর্তিকা
এগিয়ে থেকেও পিএসজির কাছে পরাজিত বার্সেলোনা, মোনাকোর সাথে পয়েন্ট হারিয়েছে সিটি
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
১০