নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৮:০৪
মঙ্গলবার গুলশানের একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা । ছবি : পিআইডি

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। 

তিনি বলেন, ‘নারীর অগ্রগতিকে এগিয়ে নিতে ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি স্যোশাল সোসাইটির সমন্বিত উদ্যোগ ও কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন অন আউটকাম অব দ্য সিক্সটি-নাইন সেশন অন দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব ওমেন (সিএসডব্লিউ) কনসালটেশন’ কর্মশালায়  প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা এ কথা বলেন। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএনওমেন এর রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অধিকার ও সমতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নেও নারী কমিশন কাজ করছে। এই কমিশনে জুলাই বিপ্লবে যোদ্ধা হিসেবে প্রায় ৭০ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণ রিপোর্টে থাকা প্রয়োজন। 

তিনি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা এ দেশের পুরুষতান্ত্রিক সমাজে এতদিনেও নারী নির্যাতনের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সমাজের সব কাজে নারীর সমান অধিকার নিশ্চিত করতে না পারলে এ দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, নারী ও শিশুর উপর যে নির্যাতন, সাইবার বুলিং হচ্ছে তা প্রতিরোধে আমাদের সংস্কৃতিতে, মনোজগতে ও ধর্মীয় অনুশাসনের উপর গবেষণা প্রয়োজন। এছাড়াও সমাজে কিশোর গ্যাং বেড়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা
পুরনো ভিডিও দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিসিআই সভাপতির দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত
লন্ডনের ট্রেন শ্রমিকদের ধর্মঘটে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত
নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এখনো আটক ৬০০
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
১০