৯টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে কর ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): আনুষ্ঠানিকভাবে নয়টি অলাভজনক প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এর ফলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর ছাড় সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান।

গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ওই নয়টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে অনুদানদাতাকে এর ওপর কোনো কর দিতে হবে না।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর ছাড় অবিলম্বে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এই পদক্ষেপ বাংলাদেশে সামাজিক কল্যাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে দান ও অনুদানকে উৎসাহিত করার জন্য সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, প্যালিয়েটিভ কেয়ার, চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে।

এর আগে খুব অল্পসংখ্যক প্রতিষ্ঠানকে এ ধরনের কর ছাড় সুবিধা দেওয়া হতো। তবে নতুন তালিকায় বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০