৯টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে কর ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): আনুষ্ঠানিকভাবে নয়টি অলাভজনক প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এর ফলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর ছাড় সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান।

গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ওই নয়টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে অনুদানদাতাকে এর ওপর কোনো কর দিতে হবে না।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর ছাড় অবিলম্বে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এই পদক্ষেপ বাংলাদেশে সামাজিক কল্যাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে দান ও অনুদানকে উৎসাহিত করার জন্য সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, প্যালিয়েটিভ কেয়ার, চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে।

এর আগে খুব অল্পসংখ্যক প্রতিষ্ঠানকে এ ধরনের কর ছাড় সুবিধা দেওয়া হতো। তবে নতুন তালিকায় বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
১০