৯টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে কর ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৪

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): আনুষ্ঠানিকভাবে নয়টি অলাভজনক প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এর ফলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর ছাড় সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান।

গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ওই নয়টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে অনুদানদাতাকে এর ওপর কোনো কর দিতে হবে না।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর ছাড় অবিলম্বে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এই পদক্ষেপ বাংলাদেশে সামাজিক কল্যাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে দান ও অনুদানকে উৎসাহিত করার জন্য সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, প্যালিয়েটিভ কেয়ার, চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে।

এর আগে খুব অল্পসংখ্যক প্রতিষ্ঠানকে এ ধরনের কর ছাড় সুবিধা দেওয়া হতো। তবে নতুন তালিকায় বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০