জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার প্রদান

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৯
জবি ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

গতকাল বুধবার রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উপহার প্রদান করা হয়। 

উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি হলে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি প্লেট, ৫০০টি মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন এবং পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ উপহার দেয়।

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে তাদের দৈনন্দিন কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।’

সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের একটু সহযোগিতা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা উপহারগুলো সাদরে গ্রহণ করেছেন— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট : প্রধান উপদেষ্টা
ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিওতে কৃত্রিম স্বর যোগ করে মিথ্যা রিল প্রচার
পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি
খুলনায় কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়
ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ অনুষ্ঠিত
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি: চিফ প্রসিকিউটর
মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বান্দরবানে প্রেস কনফারেন্স 
১০