‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন স্লোগান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:৪৭
নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তারেক রহমান বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি নতুন স্লোগান দিয়েছেন। স্লোগানটি হলো-‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ-সবার আগে বাংলাদেশ।’

আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই স্লোগানটি ছুঁড়ে দেন।

এ সময় তারেক রহমান দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন এবং দলের নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। এরপর দ্বিতীয়বার আবার বলব, তখন আপনারা সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন।’

এরপর তিনি স্লোগানটি উচ্চারণ করেন- ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’

তারেক রহমান আরও বলেন, ‘প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

বিএনপির এই কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ-তরুণী, দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। বক্তৃতার মাধ্যমে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।

বিস্তারিত আসছে....

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন : নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ
জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার প্রদান
ঝিনাইদহে ভিটা জমিতে পাহাড়ি জুম ধান চাষে সফল কৃষক রহিম
বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১৬ নভেম্বর থেকে হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু
খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে
ফুটবলার তৃষ্ণাকে জমিসহ ঘর উপহার
'নতুন কুঁড়ি'র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা 
প্রধান উপদেষ্টা দুপুর আড়াইটায় ভাষণ দেবেন
১০