সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ ব্যক্তিকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:৫৮
প্রতীকী ছবি

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জ জেলার তিন সীমান্ত ব্যবহার করে ৮২ ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বুধবার ভোররাতে সীমান্তে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। তাদের মধ্যে ২৩ পুরুষ ২৭ জন নারী ও ৩২ জন শিশু।

বিজিবি জানায়, ভোর আনুমানিক তিনটা থেকে ছয়টার দিকে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ পুশইন করা হয়। জৈন্তাপুরের ভারত সীমান্ত পিলার ১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু। সীমান্ত অতিক্রমের পর ১৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ভোররাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীন সীমান্ত দিয়ে একাধিক দলে মোট ৬৮ জনকে পুশইন করা হয়। তাদেরও আটক করে বিজিবির টহল দল।

এদের মধ্যে মিনাটিলা বিওপি, ঝিংগাবাড়ী সীমান্ত দিয়ে ছয়টি পরিবারের ২০ জন (পুরুষ ছয়, নারী সাত, শিশু সাতজন), শ্রীপুর বিওপি, জাফলং সীমান্ত দিয়ে পাঁচটি পরিবারের ৩২ জন (পুরুষ সাত, নারী ১০, শিশু ১৫জন) জৈন্তাপুর সীমান্ত পিলার ১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে ১৪ জন (পুরুষ পাঁচ, নারী পাঁচ ও চারজন শিশু), ও সুনামগঞ্জ নোয়াকোট বিওপি, ছনবাড়ি সীমান্ত দিয়ে পাঁচটি পরিবারের (পুরুষ পাঁচ, নারী পাঁচ, শিশু ছয়জন) ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, আটককৃতরা জানিয়েছেন- তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। গতরাতে তাদেরকে বাংলাদেশ সীমান্তে পুশইন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ কররে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০