সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ ব্যক্তিকে পুশইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:৫৮
প্রতীকী ছবি

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জ জেলার তিন সীমান্ত ব্যবহার করে ৮২ ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বুধবার ভোররাতে সীমান্তে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। তাদের মধ্যে ২৩ পুরুষ ২৭ জন নারী ও ৩২ জন শিশু।

বিজিবি জানায়, ভোর আনুমানিক তিনটা থেকে ছয়টার দিকে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ পুশইন করা হয়। জৈন্তাপুরের ভারত সীমান্ত পিলার ১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু। সীমান্ত অতিক্রমের পর ১৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ভোররাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীন সীমান্ত দিয়ে একাধিক দলে মোট ৬৮ জনকে পুশইন করা হয়। তাদেরও আটক করে বিজিবির টহল দল।

এদের মধ্যে মিনাটিলা বিওপি, ঝিংগাবাড়ী সীমান্ত দিয়ে ছয়টি পরিবারের ২০ জন (পুরুষ ছয়, নারী সাত, শিশু সাতজন), শ্রীপুর বিওপি, জাফলং সীমান্ত দিয়ে পাঁচটি পরিবারের ৩২ জন (পুরুষ সাত, নারী ১০, শিশু ১৫জন) জৈন্তাপুর সীমান্ত পিলার ১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে ১৪ জন (পুরুষ পাঁচ, নারী পাঁচ ও চারজন শিশু), ও সুনামগঞ্জ নোয়াকোট বিওপি, ছনবাড়ি সীমান্ত দিয়ে পাঁচটি পরিবারের (পুরুষ পাঁচ, নারী পাঁচ, শিশু ছয়জন) ১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, আটককৃতরা জানিয়েছেন- তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। গতরাতে তাদেরকে বাংলাদেশ সীমান্তে পুশইন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ কররে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০