নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শারমীন মুরশিদ

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২০:২১
বুধবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমি আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলন-সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আজ বুধবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমি আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তিনি বলেন, ৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি। তারা সমাজে শোষণ, অসততা, দুর্নীতি অপসংস্কৃতি তৈরি করেছে। এই কারণে আমাদের বাচ্চাদের মনে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, জুলাই আন্দোলনের সংগ্রাম হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি বলেন, এ সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে অসহায় মানুষের দুর্বল জায়গায়কে সুরক্ষিত করাই আমাদের কাজ। আমরা এই মন্ত্রণালয়ের দরজা খুলে দিতে চাই। দরিদ্র মানুষ যাতে এই খোলা দরজায় সহজে এসে সেবা নিয়ে খুশি মনে ফিরে যেতে পারে। 

উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ লিমন হোসেনকে একটি কৃত্রিম পা উপহার দেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫জন প্রশিক্ষণার্থীকে মধ্যে সনদ, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, উপাধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, প্রভাষক নুরুল আমিন এবং প্রশিক্ষণার্থী আরিফুল আলম, রিজভী আখতার, মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন : নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ
জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার প্রদান
ঝিনাইদহে ভিটা জমিতে পাহাড়ি জুম ধান চাষে সফল কৃষক রহিম
বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১৬ নভেম্বর থেকে হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু
খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে
ফুটবলার তৃষ্ণাকে জমিসহ ঘর উপহার
'নতুন কুঁড়ি'র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা 
প্রধান উপদেষ্টা দুপুর আড়াইটায় ভাষণ দেবেন
১০