তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:৩১
আজ ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে। 

তিনি বলেন, তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের চিন্তা ও পরিকল্পনা নগরায়নকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা  আজ এসব কথা বলেন।

আলোচ্য প্রতিযোগিতার জন্য থিম-১: নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা এবং থিম-২: আরবান ডিজাইন শিরোনামে দু’টি থিম নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগে /স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়া উপস্থাপন করে। প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার ওপর ভিত্তি করে বিচারকগণ প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন। আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।

নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান। আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মো. সাজ্জাদুল ইসলাম।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০