লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার: শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৮:৩৫ আপডেট: : ১০ জুন ২০২৫, ১৮:৪০
মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

বগুড়া, ১০ জুন, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। বিক্রেতারা চামড়ার দাম কম পাচ্ছে, এ বিষয়টি সঠিক নয়। 

বিক্রেতারা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। 

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে, দেশে এই প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন। 

তিনি বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬০০ থেকে ৭০০ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানা সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে বিষয়টির সম্পৃক্ততা রাখবেন বলে তিনি জানান।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিক-এর কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। 

এর আগে, বাণিজ্য উপদেষ্টা নাটোরে ও পরবর্তীতে জয়পুরহাটে কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
১০