লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার: শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৮:৩৫ আপডেট: : ১০ জুন ২০২৫, ১৮:৪০
মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

বগুড়া, ১০ জুন, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। বিক্রেতারা চামড়ার দাম কম পাচ্ছে, এ বিষয়টি সঠিক নয়। 

বিক্রেতারা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। 

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে, দেশে এই প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন। 

তিনি বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬০০ থেকে ৭০০ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানা সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে বিষয়টির সম্পৃক্ততা রাখবেন বলে তিনি জানান।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিক-এর কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। 

এর আগে, বাণিজ্য উপদেষ্টা নাটোরে ও পরবর্তীতে জয়পুরহাটে কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারীদের ঢল
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন
হাসিনার মামলার রায়কে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ
রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
১০ আইনজীবীর বহিষ্কার আদেশ প্রত্যাহার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যে ৫ অভিযোগ
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ : ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়
১০