লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার: শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৮:৩৫ আপডেট: : ১০ জুন ২০২৫, ১৮:৪০
মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

বগুড়া, ১০ জুন, ২০২৫ (বাসস): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। বিক্রেতারা চামড়ার দাম কম পাচ্ছে, এ বিষয়টি সঠিক নয়। 

বিক্রেতারা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। 

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে, দেশে এই প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন। 

তিনি বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬০০ থেকে ৭০০ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানা সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে বিষয়টির সম্পৃক্ততা রাখবেন বলে তিনি জানান।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিক-এর কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। 

এর আগে, বাণিজ্য উপদেষ্টা নাটোরে ও পরবর্তীতে জয়পুরহাটে কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নাই : সুপ্রদীপ চাকমা
প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ 
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আশা সালাহউদ্দিনের
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা
মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে : চসিক মেয়র
ইউক্রেন সফরে জার্মানির অর্থমন্ত্রী
রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা 
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর
১০