যশোর, ১১ জুলাই, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বরাই লড়াই করে যাচ্ছে।
আজ শুক্রবার যশোরের খেজুর চত্বর এলাকায় এক পথসভার বক্তব্যে নাহিদ এ সব কথা বলেন।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে।
নাহিদ বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকল দল মতের হক আদায় করা হবে।’
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল বলে, তাদের লাখ লাখ মানুষ। এই গণঅভ্যুত্থানে লক্ষ, কোটি মানুষ আবাবিল পাখির মত এ আন্দোলনে যুক্ত হয়েছে। ফলে মানুষের হিসেব আমাদের দেখাইয়েন না। যদি নৈতিকতার সঙ্গে থাকেন, ইনসাফের সঙ্গে থাকেন তবে একজন মানুষও এক লক্ষ মানুষের সমান। আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে।
দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই, পুলিশ, আমলাতন্ত্র কোনো দলের হবে না। তারা হবে জনগণের।’
নাহিদ আরও বলেন, গত ১৬ বছর নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। যারা জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করেছে। এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে।
একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানিয়ে নাহিদ বলেন, ‘আমরা কল্যাণভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবো। বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করবো। গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়েছেন, আবারও এদেশের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আপনারা কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারকে ভয় পাবেন না।’
আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে বড় একটি আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি। আগামীতে এ চাঁদাবাজদের বিরুদ্ধে বড় একটি আন্দোলন সংগঠিত হবে।