সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২৩:১২
প্রতীকী ছবি

সিলেট, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে ৫৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার ভোর চারটা থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবির তৎপরতায় পুশইন হওয়া ৫৫ বাংলাদেশিকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত থেকে ১৯ জন, জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত থেকে ১৩ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত থেকে ২১ জন ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি সীমান্ত দিয়ে ২ জন  বাংলাদেশিকে আটক করেন।

বিজিবি জানায়, কাজের সূত্রে বিভিন্ন সময়ে তারা ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে রাতের আঁধারে বিএসএফ বাংলাদেশিদের পাচঁটি গ্রুপে বিভক্ত করে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করে।

পুশইন হওয়া বাংলাদেশিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ৩১ জন নারী, ১২ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, ভোর চারটা থেকে পুশইন শুরু হলে বিজিবি তাদের আটক করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০